16.03.2025-এডহক কমিটি গঠনের অনুমতি, সকল জেলা ।
← ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বগুড়া (কমিটি অনুমোদন), রাণীহাটি ডিগ্রি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ (বিদ্যোৎসাহী), মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী (বিদ্যোৎসাহী), (বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে আগত 2023-2024, 2024-2025 শিক্ষাবর্ষে একাদশ/দ্বাদশ শ্রেণীতে ছাড়পত্রের মাধ্যমে ভর্তির অনুমতি প্রদান (আন্ত: বোর্ড বদলী), (বিভিন্ন শিক্ষাবর্ষে অধ্যয়নরত নিম্নবর্ণিত শিক্ষার্থীদের আবেদন সংশ্লিষ্ট অধ্যক্ষগণের সুপারিশের প্রেক্ষিতে রাজশাহী শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য অত্র বোর্ডের অধীনে ভর্তি বাতিল করা হলো), ছয়পুকুরিয়া বালিকা বিদ্যালয় ও কলেজ, বগুড়া (কমিটি অনুমোদন), হাবীবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, বগুড়া (কমিটি অনুমোদন) 16.03.2025-1-খাজুর ইউনিয়ন পরিষদ উচ্চ বিদ্যালয়, গুণিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, জামগ্রাম উচ্চ বিদ্যালয়, তাতইর বাখর পুর উচ্চ বিদ্যালয়, বড়গাছী কুঠিপাড়া উচ্চ বিদ্যালয়, সরইল উচ্চ বিদ্যালয়, বায়া বালিকা উচ্চ বিদ্যালয়, ভটখালী উচ্চ বিদ্যালয়, মহাব্বত নন্দীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, সান্তাহার হাউজিং এস্টেট পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়,শালবাড়ী উচ্চ বিদ্যালয়, ভিকনেরপাড়া উচ্চ বিদ্যালয়, কড়ই মোহা: কাবেল উচ্চ বিদ্যালয়, গোটিয়া শোমসের আলী উচ্চ বিদ্যালয়, চিথুলিয়া রাবেয়া নাজিবর উচ্চ বিদ্যালয়, তেকানী চুকাইনগর অমির উদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, রসুলপুর উচ্চ বিদ্যালয়, । →